বিজেপি কর্মী গুলিবিদ্ধ , আহত অবস্থায় চিকিৎসাধীন : ব‍্যাপক উত্তেজনা এলাকায়

16th March 2021 11:08 pm হুগলী
বিজেপি কর্মী গুলিবিদ্ধ , আহত অবস্থায় চিকিৎসাধীন : ব‍্যাপক উত্তেজনা এলাকায়


সুজিত গৌড় ( হুগলী ) : বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি। মঙ্গলবার রাত্তির ন'টা নাগাদ ঘটনাটি ঘটে হুগলির চাঁপদানি এলাকায়। গুলিবিদ্ধ বিজেপি কর্মীর নাম প্রশান্ত রায়। তার ডান হাতে গুলি লেগেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে ভর্তি করে পুলিশ।ঘটনাস্থলে হাজির হন এসিপি চন্দননগর পলাশ ঢালী।পুলিশ জানিয়েছে প্রশান্ত বাবু যখন বাড়ি ফিরছিলেন তখন তার বাড়ির সামনে দুষ্কৃতিরা তার উপর হামলা করে। বিজেপির জেলা সম্পাদক কিষান সাউ এর  অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই প্রশান্তকে গুলি চালিয়েছে। কিছুদিন আগে চাঁপদানি পৌরসভা দুর্নীতি নিয়ে আন্দোলন করেছিলো বিজেপি এবং আদালতে একটি মামলাও করে।সেই মামলাকারী প্রশান্ত রায়।সেই কারণেই তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল,চাঁপদানী পুরসভার প্রাক্তন উপ পুর প্রধান বিনয় কুমার বলেন,ব্যক্তিগত আক্রোশের কারণেই এই ঘটনা ঘটতে পারে।এটা দুষ্কৃতিদের কাজ, পুলিশ তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।কি কারনে বিজেপি কর্মির উপর হামলা হল তা খতিয়ে দেখছে পুলিশ।তবে নির্বাচনী আচরন বিধি চালু হওয়ার পরেও আগ্নেয়াস্ত্রের ব্যবহার পুলিশের চাপ বাড়াবে।সোমবার রাতে রিষড়ায় গুলি করে যুবক খুনের পর মঙ্গলবার চাঁপদানীতে গুলিবিদ্ধ বিজেপি কর্মি। বিজেপির দাবী এই পরিস্থিতিতে চাঁপদানীতে ভোট করা যাবে না।প্রতি বুথে অবশ্যই কেন্দ্রীয় বাহিনী দিতে হবে।এখন থেকেই এলাকায় রুটমার্চ করাতে হবে।





Others News

নিম্মচাপের জেরে অতিবৃষ্টি : হুগলী জেলায় ব‍্যাপক ক্ষতি চাষে

নিম্মচাপের জেরে অতিবৃষ্টি : হুগলী জেলায় ব‍্যাপক ক্ষতি চাষে


সুজিত গৌড় ( হুগলী ) :  নিম্ন চাপের জেরে শনিবার থেকে অকাল বৃষ্টিতে মাথায় হাত চাষীদের।
জেলায় আলু চাষে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যাবে কয়েক লক্ষ টাকার উপর বলে দাবি চাষীদের। ধান জমিতে যেমন ক্ষতির পাশাপাশি হুগলী জেলা জুড়ে ব্যাপক ক্ষতি এবার আলু চাষে। চলতি বছরে বার বার নিম্নচাপ  চাপের জেরে যেভাবে ধান চাষ পিছিয়ে ছিল ঠিক আলু চাষও পিছিয়ে ছিল প্রায় পনোর দিন। তবে গত শুক্রবার পযন্ত হুগলী জেলায় প্রায় ৩০ শতাংশ জমিতে বসানো হয়ে গিয়েছিল আলু এবং ৬০ শতাংশ জমি আলু চাষ উপযোগী করে তুলে ছিলেন চাষীরা। ধান চাষের মত আলু চাষের শুরুতে এবার কাল হয়ে উঠলো অকাল বৃষ্টি। অকাল বৃষ্টির ফলে যে সব জমিতে ইতি মধ্যেই আলু বসানো হয়ে গিয়েছিল, সেই সব জমিতে জল জমে থৈ থৈ করছে। ফলে জমিতে বসানো সমস্ত আলু বীজ পচে নষ্ট হতে বসেছে।  কারণ আলু বসানোর পর অন্তত পনেরো থেকে কুড়ি দিন কোনো জলের প্রয়োজন পরে না আলু চাষের ক্ষত্রে।
এ বছর এক বিঘা জমিতে চাষ উপযোগী করে আলু বসানো পযন্ত চাষীদের খরচ পড়েছে প্রায় পনেরো হাজার টাকা অন্যদিকে আলু বসানোর আগে পর্যন্ত  এক বিঘা জমিকে  চাষ উপযোগী করে তুলতে খরচ পড়েছে প্রায় সাত হাজার টাকা। অর্থাৎ ইতি মধ্যে নিম্ন চাপের জেরে অকাল বর্ষণে হুগলী জেলার ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে লক্ষ  লক্ষ টাকার উপর। জেলায় আলু চাষের জমির পরিমান ৯০ হাজার হেক্টর জমি। সেমবার সকাল থেকেই  আলু জমি থেকে জল বের করে আলু বীজ বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন চাষীরা। চাষীদের দাবি অকাল বর্ষণে একেবারে সর্বস্বান্ত  হয়ে পড়েছে। আবার নতুন করে আলু বসানো বা জমি তৈরি করে আবার আলু বসানো অনেকের পক্ষেই আর সম্ভব হবে না।
অন্যদিকে আবহাওয়া উপযোগী হলে পুনরায় জমি আলু চাষের উপযোগী করে আলু বসাতে সময় লাগতে পারে পনেরো থেকে কুড়ি দিন। ফলে আলু চাষে ফলন যেমন কমবে খাবার আলুর জোগানেও পড়বে টান। আগামী দিনে ধানের ক্ষতির ফলে যেমন  চালের যোগান টান পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।  ঠিক তেমনি আগামী দিনে খাবার আলুর জোগানেও টান পড়বে বলে মত চাষীদের।